বড় বোন পর বৃদ্ধের লালসার শিকার হলেন ছোট বোনও
- আপডেট সময় : ০৭:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / ১০৭২ বার পড়া হয়েছে
৮০ বছর বয়স বৃদ্ধ হারুনুর রশিদ। বয়স বাড়লেও কমেনি তার বিকৃত মানসিকতার থাবা। তাই বড় বোনকে ধর্ষণের তিন বছর পর এ বৃদ্ধের লালসার শিকার হলেন ছোট বোনও। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকালে রাঙামাটির নানিয়ারচরের ইসলামপুরের মধ্য-পাড়া এলাকায় ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন।
চাঞ্চল্যকর হত্যা মামলায় কিশোরগঞ্জে ৪ জনের মৃত্যুদণ্ড
গ্রেফতার হারুনুর রশিদ ওই এলাকার আতাহার আলীর ছেলে।
পুলিশ জানায়, ৮০ বছরের বৃদ্ধ হারুনুর রশিদের বিরুদ্ধে ১১ বছরের প্রতিবন্ধী এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
ধর্ষণের শিকার ওই শিশুর মা জানান, ধর্ষক হারুনুর রশিদের লালসার শিকার হয়ে গেলো তার দুই মেয়ে। তিন বছর আগে ১০ বছরের বড় মেয়েকে ধর্ষণ করেছিল হারুনুর। ওই সময় তাকে হাতেনাতে ধরলে গ্রাম্য সালিশের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেয়া হয়। তখন ওই ঘটনার জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল তাকে। রোববার সকালে বাড়িতে লোকজন উপস্থিত না থাকার সুযোগে সেই একই বৃদ্ধ লোক তার ১১ বছরের প্রতিবন্ধী ছোট মেয়েকেও ধর্ষণ করেছে।


























