DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২রা জুলাই ২০২৫
ঢাকাবুধবার ২রা জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গার সাবেক পরিবার পরিকল্পনা কর্মকর্তার সড়ক দুর্ঘটনায় নিহত

DoinikAstha
মার্চ ১৯, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সাবেক পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ভাঙ্গা ইউআরসির ইনস্ট্রাক্টর অনিতা দত্তর স্বামী বাবু অনাদি মজুমদার ঢাকা থেকে ফেরার পথে আজ ১৯ মার্চ সকালে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপর নামকস্হানে দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি দীর্ঘদিন ভাঙ্গায় কর্মরত ছিলেন। তার মৃত্যুতে ভাঙ্গার সরকারি অফিসসহ সর্ব মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য অনাদি মজুমদার বর্তমানে গোপাল গঞ্জের উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা) পদে কর্মরত ছিলেন। তিনি -স্ত্রী, এক পুত্র ও এক কণ্যার জনক। তার অকাল মৃত্যুতে ভাঙ্গা প্রেসক্লাবের পক্ষথেকে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক এ,টি,এম,ফরহাদ নান্নুসহ বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকাবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং শোাকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য আজ ভোরে ইমাদ পরিবহনের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে ১৬ জন যাত্রী নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের লাশ উদ্ধার করে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]