DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৩শে মে ২০২৫
ঢাকাশুক্রবার ২৩শে মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় ভূমিহীন ও গৃহীন পুনর্বাসনে সংবাদ সম্মেলন

Astha Desk
আগস্ট ৭, ২০২৩ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

ভাঙ্গায় ভূমিহীন ও গৃহীন পুনর্বাসনে সংবাদ সম্মেলন

 

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের নিমিত্তে চতুর্থ পর্যায়ে উপকারভোগীদের অনুকূলে গৃহ হস্তান্তর সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন ভাঙ্গা উপজেলা প্রশাসন।

 

আজ সোমবার (৭আগষ্ট) দুপুর বারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলন করা হয়।

 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, আগামী ৯ই আগস্ট সকাল দশটায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে (২য় ধাপে) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। সারাদেশে ২২ হাজার এক’শ একটি গৃহ হস্তান্তর করে ১৯ টি জেলা ও ৩৩৪টি উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে ১৬৪টি গৃহ উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে উল্লেখ করে তিনি বলেন, এ পর্যন্ত প্রথম পর্যায়ে-২৫০, দ্বিতীয় পর্যায়ে-১৩৯, তৃতীয় পর্যায়ে-৩৮৩ ও চতুর্থ পর্যায়ে- ২৬৪টি সহ মোট-১০৩৬ টি গৃহ হস্তান্তর করা হয়েছে।

 

ভাঙ্গা উপজেলায় ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামে, চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে ও হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে আশ্রয়ণ প্রকল্পের স্থানে সকল প্রকার আধুনিক সুবিধা দেওয়ার মধ্যে দিয়ে সরকারের নির্দেশনা মোতাবেক উন্নয়ন কাজ করা হচ্ছে বলে জানান। তবে যদি কোন কারণ বসতঃ ভূমিহীন ও গৃহহীন কেউ বাদ পড়ে যায় তাকেও শনাক্ত করে আমরা প্রধানমন্ত্রীর উপহার ঘর দেওয়া হবে।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান।

 

এছাড়াও সাংবাদিক আলহাজ্ব সাইফুল্লাহ শামীম, ফরহাদ নান্নু ও মোঃ শাহাদাত হোসেন প্রমুখ বক্তব্যে রাখেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৪০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১১:৫৮
  • ১৬:৩৩
  • ১৮:৪০
  • ২০:০৩
  • ৫:১৩