ভাঙ্গা ও সদর সার্কেল পরিদর্শনে ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা থানার বার্ষিক পরিদর্শন করলে ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি মাশরুকুর রহমান খালেদ, বিপিএম-বার এডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট)। আজ সোমবার (২৯মে) সকালে তিনি ভাঙ্গা সার্কেল ও সদর সার্কেল অফিস পরিদর্শন করেন।(সূত্র মিডিয়া এন্ড পিআর, জেলা পুলিশ, ফরিদপুর)।
সূত্রে জানায় এডিশনাল ডিআইজি মাশরুকুর রহমান খালেদকে ফুলেল শুভেচ্ছা জানান ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপিএম)।
এ সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হেলালউদ্দিন ভুইয়া।
পরিদর্শন শেষে তিনি সদর সার্কেল অফিস পরিদর্শন করেন। এসময় পুলিশ সুপার ফরিদপুর এর পক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, সহকারী পুলিশ সুপার (প্রবি) মোঃ নূরে আলম মাহমুদ, ফাউজুল কবীর মঈন (প্রবি.) প্রমূখ।
এডিশনাল ডিআইজি মাশরুকুর রহমান খালেদ সালামি গ্রহণের পর সদর সার্কেল অফিস ফরিদপুর পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার ফরিদপুর উপস্থিত ছিলেন।