শিরোনাম:
ভাণ্ডারিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
Astha DESK
- আপডেট সময় : ০৫:১৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / ১২৯৫ বার পড়া হয়েছে
ভাণ্ডারিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নে বিএনপির নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মঞ্জু মার্কেট এলাকায়।
নিহত রেজাউল করিম ঝন্টু (৫০) ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝন্টুর সঙ্গে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুবেল তার বুকে আঘাত করলে তিনি পাশের ডোবায় পড়ে যান। এরপর ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপাতে থাকে রুবেল। গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাণ্ডারিয়া থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযুক্ত রুবেল ঘটনার পর থেকে পলাতক। তাকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।