DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ভাতা প্রাপ্তির আবেদন আজ থেকে অনলাইনে

Ellias Hossain
আগস্ট ১০, ২০২৩ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ভাতা প্রাপ্তির আবেদন আজ থেকে অনলাইনে

 

আস্থা ডেস্কঃ

আজ বৃহস্পতিবার (১০ আগষ্ট) থেকে সরকারের বিভিন্ন ভাতা, উপবৃত্তি ও আর্থিক অনুদান প্রাপ্তির আবেদন অনলাইনে করা যাবে। আজ দুপুরে সমাজসেবা অধিদপ্তর ভবনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ডক্টর আবু সালেহ মোস্তফা কামালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ মোঃ নূরুল বাসির, পরিচালক প্রতিষ্ঠান মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, পরিচালক সামাজিক নিরাপত্তা ডক্টর মোঃ মোকতার হোসেন প্রমূখ।

 

প্রসঙ্গত, ২০২৩-২৪ অর্থবছরে বয়স্ক ভাতা পাবেন ৫৮.১ লাখ, যা বিগত অর্থবছরের চেয়ে ১ লক্ষ বেশি, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা সুবিধাভোগীর সংখ্যা ২৫.৭৫ লাখ, যা গত অর্থবছরের চেয়ে ১ লাখ বেশি, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা সুবিধাভোগীর সংখ্যা ২৯ লাখ, যা গত বছরের চেয়ে ৫ লাখ ৩৫ হাজার জন বেশি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬