DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২১শে ডিসেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২১শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় থান কাপড়সহ ৪৬ লাখ টাকার মালামাল জব্দ

Astha Desk
ডিসেম্বর ২০, ২০২৪ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট : ভারতীয় থানা কাপড়সহ বিপুল পরিমাণ চোরাচালানের মালামাল জব্দ কেেছ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার জব্দ তালিকা শেষে সিলেট সেক্টরের ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের অধিনায়ক লে.কর্নেল একে এম জাকারিয়া কাদের এ তথ্য নিশ্চিত করেন।
অধিনায়ক (সিও বিজিবি) জানান, ব্যাটালিয়নের নারায়তলা বিওপির বিজিবি টহল দল পৃথক দুটি অভিযানে বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত সংলগ্ন কামারভিটা ও শহীদ মিনার এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা ভারতীয় থান কাপড়, কসমেটিক, মদের চালান জব্দ করে।

একই ব্যাটালিয়নের সদর উপজেলার বনগাঁও,বিশ্বম্ভরপুরের ডলুরা,চিনাকান্দি,তাহিরপুরের লাউরগড়, চারাগাঁও বিওপির বিজিবি টহল দল পৃথথ পৃথক অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ভারতীয় কয়লা, গবাদি পশু (গরু), চিনি, কম্বল,মসলা , ভারতে পাচারকালে সুপারীর চালান জব্দ করেছে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৪৫ লাখ ৩৫ হাজার ৪৫০ টাকা।

এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ৩:৪০
  • ৫:১৯
  • ৬:৩৮
  • ৬:৩৬