ভারতের ৫ উইকেটে করা ১৯৬ রানের জবাবে বাংলাদেশ ৮ উইকেটে করেছে ১৪৬ রান। ৫০ রানের বড় হারে বাংলাদেশের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে এলো।
ভারতের সঙ্গে বড় হারের কারণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হারের ব্যাখার কথা জানিয়ে তিনিও বলেছেন ব্যাটিং ব্যর্থতার কথা। শান্ত বলেন, আমরা যখন ভারতকে ব্যাটে পাঠিয়েছিলাম তখন ১৬০-১৭০ রান হবে ভেবেছিলাম। কিন্তু তারা ভালো ব্যাটিং করেছে, তাদের কৃতিত্ব এটা।’
আবহাওয়া এবং বাতাসের সমস্যা কিনা প্রশ্নে শান্ত বলেন, ‘আমি মনে করি না এটি একটি সমস্যা, খেলোয়াড়রা এটিতে অভ্যস্ত। আমরা ব্যাট হাতে তেমন কিছু দেখাতে পারিনি।’
শান্তর কাঠগড়ায় পাওয়ারপ্লেতে রান করতে না পারা, ‘যখন আমরা ১৯০ রান তাড়া করতে নেমেছিলাম, বিশেষ করে প্রথম ছয় ওভারে আমাদের আরও বেশি কিছু দেখানো দরকার ছিল।’ নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘অবদান রাখার চেষ্টা করি তবে খেলা শেষ করে আসার দরকার ছিল।
টাইগার দুই বোলারের প্রশংসা করে শান্ত বলেন, এই টুর্নামেন্টে তানজিম সাকিব দুর্দান্ত বল করেছে এবং রিশাদের জন্যও খুশি, আমরা এমন একজন বোলার অনেক দিন ধরে খুঁজছি।