DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৫ই নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ৫ই নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ভারতের মেঘালয় পাহাড়ে কয়লা কোয়ারি ধসে ফের বাংলাদেশি শ্রমিক নিহত

News Editor
অক্টোবর ২৬, ২০২৪ ৭:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিবেদক:ভারতের মেঘালয় পাহাড়ের গহীনে কয়লা কোয়ারির মাঠি ধসে চাপা পড়ে সাইকুল ইসলামে নামে ফের এক বাংলাদেশি কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে ওই ঘটনাটি ঘটেছে।

নিহত সাইকুল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম লাকমার মৃত আবুল হাসেমের ছেলে।

শুক্রবার বিকেলে ওই উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সীমান্ত গ্রাম লাকমার বাসিন্দা সাফিল মিয়া ওই শ্রমিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার বিকেলে তাহিরপুরের বালিয়াঘাট সীমান্তের একাধিক বাসিন্দা জানান, প্রতি দিবারাত্রীর ন্যায় শুক্রবার সকালে বালিয়াঘাট বিওপি নিয়ন্ত্রিত লালঘাট, লাকমা পশ্চিমপাড়া, পূর্বপাড়া, উওর পাড়া , নয়া পাড়া ,টেকেরঘাট, পুটিয়া সীমান্ত গ্রামের কয়েক শতাধিক শ্রমিক ভারতের মেঘালয় পাহাড়ের গহীনে থাকা মেইন পিলার ১১৯৭ এর সেভেন এস জিরো লাইন অতিক্রম করে চোরাচালানের কয়লা উত্তোলন করতে যায়।
এরপর দুপুরের দিকে পাহাড়ের গহীনে থাকা কয়লা কোয়ারি ধসে মাটি চাপা পড়ে বাংলাদেশি শ্রমিক সাইকুল নিহত হন ।

পরিবারের লোকজন ও সাথে থাকা অন্য শ্রমিকরা কোয়ারির মাটি খুঁড়ে মাটির স্তুপ থেকে সাইকুলকে জীবিত মনে করে উদ্যার করে বাড়ি নিয়ে আসেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়ে গোপনে চিকিৎসা নিয়েছেন।

এরপর পরিবারের লোকজন সাইকুলকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বিকেলে তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন ও সীমান্ত গ্রামে বসবাসরত মানুষজনের অভিযোগ ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)ও সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট কোম্পানী হেডকোয়ার্টাসের বিজিবি’র দায়িত্বশীল কোম্পানী কমান্ডার ও বালিয়াঘাট বিওপির বিজিবি টহল দলের কিছু সংখ্যক বিজিবি সদস্যস্যের সীমান্ত টহলের নামে দায়িত্বহীনতার কারনে কিছু দিন পর ওই বালিয়াঘাট সীমান্ত এলাকায় চোরাচালানের কয়লা উক্তোলন করতে গিয়ে ভারতের পাহাড়ের গহীনে থাকা কোয়ারি ধ্বসে শ্রমিকরা মৃত্যর ফাঁদে পড়ছেন।

২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ(বিজিবি)’র সুনামগঞ্জের তাহিরপুরের বালিযাঘাট বিওপির বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার সাদেকুর রহমান বলেন, সকালে বিজিবি টহর দল লালঘাটের দিকে ছিল, লাকমা গ্রামের ওপাওে ভারতের কেয়লা উক্তোলন করতে গিয়ে কোন শ্রমিক মাটি ধ্বসে চাঁপা পড়ে নিহত হয়েছেন বলে আমার জানা নেই।

আরো পড়ুন :  বইয়ের কিছু লাইন পরিবর্তন করলেই সংস্কার হবে না-তারেক রহমান

২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট কোম্পানী হেডকোয়াটার্সের বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার আতিয়ারর রহমানের নিকট শ্রমিক সাইকুল নিহতের বিষয়ে জানতে সরকারি মুঠোফোনে কল করা হলে তিনি ফোন কল রিসিভ করেননি।

শুক্রবার বিকেলে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদিরের নিকট একই বিষয়ে জানতে সরকারি মুঠোফোনে ও হোয়াটস আপে কল করা হলেও তিনি ফোন কল রিসিভ করেননি।
সুনামগঞ্জ-২৫.১০.২৪

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩
  • ১১:৪৫
  • ৩:৪১
  • ৫:২১
  • ৬:৩৬
  • ৬:০৬