ভারতের ১৫ শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্কঃ
ভারত পরিচালিত ‘অপারেশন সিন্দুর’ অভিযানের জবাবে ভারতের ১৫টি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসকল হামলা চালানো হয়। সূত্র-ডয়চে ভেলে, বার্তাসংস্থা রয়টার্স ও দিল্লি মেইল।
আজ বৃহস্পতিবার (৮ মে) ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, অবন্তীপুরা, জম্মু, শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্দা, চণ্ডীগড়, নাল ফালোদি, উত্তরলাই, ভুজ ও আমৃতসর শহর গুলো লক্ষ্য করে পাকিস্তান ‘হারোপ’ নামের ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে।
অপর দিকে দিল্লি মেইল এক বিবৃতিতে জানিয়েছে, হামলার ধ্বংসস্তূপ ও গুলির খোসা উদ্ধার করে আক্রমণের প্রমাণ সংগ্রহ করা হয়েছে।
আন্তঃসেনা রক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স) মোতায়েন করে ভারতের কৌশলগত শহরগুলোতে হামলা প্রতিহত করা হয়েছে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
লাহোরের সামরিক রাডার এবং এয়ার ডিফেন্স সিস্টেমে আঘাত হানার পর পাকিস্তান দাবি করেছে, তারা ২৫টি হারোপ ড্রোন ভূপাতিত করেছে। এ নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে।
ভারতের দাবী: অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য ডিডাব্লিউকে বলেন, ”আগামী ১২০ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। পাকিস্তানের আক্রমণের মোকাবিলা করার পূর্ণ ক্ষমতা ভারতের আছে। অপারেশন সিন্দুর বা সিঁদুর-এ ভারত পাকিস্তানের কোনো সামরিক লক্ষ্যে আঘাত করেনি। কিন্তু পাকিস্তান যদি সামরিক লক্ষ্যে আঘাত করতে চায়, যেমন খুশি আক্রমণ করতে চায়, তাহলে ভারতও প্রত্যাঘাত করবেই।”
পাকিস্তানের দাবি: এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানাচ্ছে, পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন্স এক বিবৃতিতে দাবি করেছে, গতরাতে পাকিস্তানের সেনা ভারত থেকে আসা ইসরায়েলে তৈরি ২৫টি হারোপ ড্রোন ধ্বংস করেছে। তাদের আরো দাবি, পাকিস্তান সফট স্কিল ও হার্ড স্কিল প্রযুক্তি ব্যবহার করে এই কাজ করেছে।
পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, লাহোরের কাছে একটি সামরিক লক্ষ্যে একটি ড্রোন আঘাত করেছে। চারজন সেনা এর ফলে আহত হয়েছেন। তিনি দাবি করেছেন, রাওয়ালপিণ্ডিতে একটি ড্রোন ধ্বংস করা হয়েছে।