ভারতে পাচারের সময় স্বর্ণের বারসহ যুবক আটক
- আপডেট সময় : ০৯:৩৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- / ১০২৯ বার পড়া হয়েছে
ভারতে পাচারের সময় স্বর্ণের বারসহ যুবক আটক
বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোলের গোগা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১ কোটি ৭৯ হাজার টাকা মূল্যের ৯পিচ স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
আটক মনিরুল হোসেন (২৪) শার্শা উপজেলার সীমান্তবর্তী কালিয়ানী গ্রামের শামছুর রহমানের ছেলে।
আজ বুধবার (৩ জানুয়ারী) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার জানান, মঙ্গলবার দুপুরে সীমান্ত পিলার ১৭/৭এস এর ৪২ আর পিলার হতে আনুমানিক এক কিমি বাংলাদেশের অভ্যন্তরে গোগা কলেজের সামনে থেকে স্বর্ণের বারসহ পাচারকারী মনিরুল হোসেনকে আটক করা হয়।
বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে গোপন এমন সংবাদে গোগা বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে কলেজ রোডে অবস্থান কালে অটোভ্যানে করে একজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে যেতে দেখা যায়। এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়।পরে তার দেহ তল্লাশি করে জ্যাকেটের পকেটে অভিনব কৌশলে কস্টেপ মোড়ানো অবস্থায় লুকিয়ে ৯টি স্বর্ণের বার পাওয়া যায়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ২২ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ৭৯ হাজার টাকা।
এ ব্যাপারে আটক ব্যক্তিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে এবং সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে বলে বিজিবি জানান।