DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ভারতে বন্দুকযুদ্ধে ১৩ জন নিহত

Doinik Astha
ডিসেম্বর ৫, ২০২৩ ৮:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ভারতের মণিপুরে বন্দুকযুদ্ধে ১৩ জন নিহত হয়েছে। সোমবার স্থানীয় গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, ডিসেম্বর ৪ মণিপুরের টেংনুপাল জেলায় জঙ্গিদের দু’টি গ্রুপের মধ্যে বন্দুক-যুদ্ধে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।’ সোমবার দুপুরে লেইথু গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান তারা।

পার্বত্য জেলার এক কর্মকর্তা বলেছেন, ‘মিয়ানমার যাওয়ার পথে একদল জঙ্গি ওই এলাকায় প্রভাবশালী বিদ্রোহীদের আরেকটি দল দ্বারা অতর্কিত হামলার শিকার হয়।’

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সংঘর্ষের ফলে ব্যাপক হতাহত হয়েছে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ১৩ লাশ পেয়েছে। মৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্ত অনুসারে – মৃতরা স্থানীয় বাসিন্দা নয়।

মিয়ানমারের সঙ্গে অনিরাপদ সীমান্ত থাকায় সম্প্রতি তেংনোপাল জেলার মানুষ জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক উত্তেজনা এবং বিক্ষিপ্ত ঘটনার সাক্ষী হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]