ভারত সফরের পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প
- আপডেট সময় : ০১:৩৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ১১৩৩ বার পড়া হয়েছে

NEW YORK, NEW YORK - AUGUST 15: The national flag of India is hoisted at Times Square to mark Indian Independence Day on August 15, 2020 in New York City. The national holiday commemorates India's independence from the United Kingdom on August 15, 1947. (Photo by Jamie McCarthy/Getty Images)
ভারত সফরের পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্কঃ
চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠেয় কোয়াড শীর্ষ সম্মেলনে তার যোগদানের কথা ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপাতত ভারত সফরের পরিকল্পনা নেই। তবে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের অনলাইনে প্রকাশিত এক বিশ্লেষণে এ দাবি করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) প্রকাশিত নিউইয়র্ক টাইমসের ‘দ্য নোবেল প্রাইজ অ্যান্ড আ টেস্টি ফোন কল: হাউ দ্য ট্রাম্প-মোদি রিলেশনশিপ আনরাভেল্ড’ শিরোনামে প্রকাশিত খবরে বলা হয়, এর আগে চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরদিন কোয়াডভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজন করেছিল ট্রাম্প প্রশাসন। সেই বৈঠকেই চলতি বছরের শেষের দিকে ভারতে কোয়াডের শীর্ষ বৈঠকের সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু গত কয়েক মাসে ওয়াশিংটন-নয়াদিল্লির সম্পর্কের অবনতি হয়েছে।
নিউইয়র্ক টাইমসের এই বিশ্লেষণে ট্রাম্প ও মোদির সম্পর্ক কীভাবে অবনতি হয়েছে, তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
এই ফোনালাপের আগে ওই মাসেই কানাডায় অনুষ্ঠিত জি-৭–এর শীর্ষ সম্মেলনের এক ফাঁকে মোদি-ট্রাম্প বৈঠক করার কথা ছিল। কিন্তু ট্রাম্প আগেভাগে দেশে ফেরায় তাদের পূর্বনির্ধারিত সেই বৈঠক অনুষ্ঠিত হয়নি। মূলত এই নির্বারিত বৈঠক না হওয়ায় ১৭ জুন তারা ফোনালাপ করেছিলেন। কিন্তু ৩৫ মিনিটের এই ফোনালাপ দুই নেতার সম্পর্ক ভালো করার পরিবর্তে আরও তিক্ত করেছে।
তবে ওয়াশিংটন-নয়াদিল্লির সম্পর্ক তিক্ত হওয়ার পেছনে ভারত রাশিয়া থেকে তেল ক্রয় ও পণ্যে ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত ৫০ শতাংশ শুল্কও বড় ভূমিকা রেখেছে। পরে আবার চীনের সাথে সখ্যতা। নিউইয়র্ক টাইমসের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ভারতের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।