ভারত সফরে যাবেন পাকিন্তানের পররাষ্ট্রমন্ত্রী
আস্থা ডেস্কঃ
আগামী মাসে ভারতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিলাওয়াল ভুট্টো-জারদারির ভারত সফরের বিষয়টি নিশ্চিত করেছে।
এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র মুমতাজ জাহরাহ বালোচ বলেছেন, ভুট্টো-জারদারি এস জয়শঙ্করের আমন্ত্রণে এ বৈঠকে যোগ দেবেন। দীর্ঘ ১২ বছর পর ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ। এর আগে ২০১১ সালে তৎকালীন শীর্ষ পাকিস্তানি কূটনীতিক হিনা রব্বানি খা ভারত সফর করেন।
দুইদিনের এ সমাবেশ ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গোয়ায় আগামী ৪ মে শুরু হবে। এসসিও হলো একটি আঞ্চলিক রাজনৈতিক নিরাপত্তা ব্লক। এর সদস্য রাষ্ট্র হলো- রাশিয়া, চীন, ভারত ও পাকিস্তান।