DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৭ই জুলাই ২০২৫
ঢাকাসোমবার ৭ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ভারি বর্ষণে ডুবল দিল্লির বিমানবন্দর

DoinikAstha
সেপ্টেম্বর ১১, ২০২১ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

ভারতের রাজধানী দিল্লিতে ভারি বর্ষণের কারণে পানিতে ডুবে গেছে ইন্দিরা গান্ধী বিমানবন্দরের কিছু অংশ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ইতোমধ্যে ভারি বর্ষণের কারণে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। শুক্রবার ১ হাজার মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা ৪৬ বছরের মধ্যে সর্বোচ্চ।

ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের রানওয়ে তলিয়ে গেছে পানিতে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ‘আকস্মিক ভারি বৃষ্টি’র কারণে বিমানবন্দরে পানি জমে গিয়েছিল। বর্তমানে এ সমস্যার সমাধান করা হয়েছে।

টুইটে কর্তৃপক্ষ জানায়, আমাদের কর্মীরা দ্রুত এ সমস্যার সমাধান করেছেন।

ভারতের আবহাওয়া বিভাগ জানাচ্ছে, দিল্লি ও এর আশপাশের এলাকায় বজ্রসহ ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

আরো পড়ুন :  প্রকাশ্যে ট্রাম্প-ইলন মাস্ক দ্বন্দ্ব

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]