ভালুকায় ভিজিডি’র কার্ড ও চাল বিতরণ
ভালুকা প্রতিনিধিঃ
ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থবছরের নতুন ভিজিডি’র কার্ড ও চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। প্রতিকার্ডধারীদের মাঝে প্রতি মাসে ৩০কেজি করে বিতরণ করা হবে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আজ রবিবার (১৯ মার্চ) সকালে উপজেলার উথুরা ইউনিয়নে হতদরিদ্র নতুন ২শ জন ভিজিডির কার্ডধারীদের মাঝে ২০২৩-২০২৪ অর্থবছরের কার্ড ও চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ১নং উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মোঃ মজিবর রহমান, ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান, মোঃ রতন মিয়া, মোঃ শহিদুল্লাহ, মোঃ আসাদুজ্জামান, মোছাঃ ফাতেমা চৌধুরী, মোছাঃ মিনারা খাতুন, মোছাঃ নাজমা আক্তারসহ সকল ইউপি সদস্য গন, চাল বিতরণের দায়িত্বে থাকা সরকারী ট্যাগ কর্মকর্তা মোঃ এনামুল হক।
এসময় ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম সাংবাদিকদের জানান, উথুরা ইউনিয়নে ২০০ জন হতদরিদ্র পরিবারের মাঝে নতুন অর্থবছরের ভিজিডি’র কার্ড ও চাল বিতরণ করা হয়। হতদরিদ্র কার্ডধারী পরিবার প্রতি মাসে ৩০কেজি করে এই চাল পাবেন। প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যরা দরিদ্র পরিবার বাচাই করে তাদেরকে নতুন এই ভিজিডির কার্ড দিয়েছেন। নতুন অর্থবছরের নতুন ভিজিডির কার্ড ও কার্ডধারীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
নতুন ভিজিডির কার্ডধারী চামিয়াদী গ্রামের কোহিনুর বেগম বলেন, নতুন অর্থবছরে সরকার থেকে আমাদের নতুন ভিজিডির কার্ড দিয়েছে। যা দিয়ে প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাব। সরকার আমাদের হত দরিদ্র দেখে এই চাল দিয়েছে। এই জন্য বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম’র দীর্যায়ু কামনা করছি।