DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ভাষাসৈনিক ও সাবেক এমপি এম নুরুল ইসলাম আর নেই

News Editor
অক্টোবর ২১, ২০২০ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সংসদ সদস্য, ভাষাসৈনিক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাই আর নেই। 

বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টায় খুলনা সিটি মেডিক‌্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এম নুরুল ইসলামের বয়স হয়েছিল ৯১ বছর। তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

এম নুরুল ইসলাম ১৯৩৪ সালের ২ মে খুলনা মহানগরীর ২০, বাবুখান রোডস্থ সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ডাক্তার খাদেম আহমেদ (মরহুম) ও মাতা আছিয়া খাতুনের (মরহুমা) ৬ ছেলে ও এক মেয়ের মধ্যে জ‌্যেষ্ঠ সন্তান তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]