পূর্ণিমা হোসাইন, ভৈরব উপজেলা প্রতিনিধি : ভৈরবে ৩ বছর পর ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শ্রী লিটন বিশ্বাস (৪০)কে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। ২০১১ সালে মাদ কদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করার পর আদালত ১ বছরের সাজা দেন। কিন্তু রায় বের হবার পর থেকেই লিটন বিশ্বাস পলাতাক ছিলো।
কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শ্রীনগর ইউনিয়নের সোনারামপুর গ্রাম থেকে ১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় অফিসার ইনচার্জ শাহিন এর নেতৃত্বে এস আই মতিউর, এস আই দেলোয়ার, এবং এস আই ফারুক ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি শ্রী লিটন বিশ্বাসকে শ্রীনগর এলাকা থেকে আটক করে।
আজ ১৬ অক্টোবর শুক্রবার সকালে আসামীকে আদালতে পাঠানো হয়।।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।