পূর্ণিমা হোসাইন,ভৈরব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় অটোরিকশা চালককে হত্যা করে ।ভৈরবে অপরাধের প্রবনতা দিন দিন বেড়েই চলেছে।
২৩ সেপ্টেম্বর বুধবার কালিকাপ্রসাদ ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে এক নিহত অটোরিকশাচালকের মৃতদেহ উদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ব্যক্তির নাম মো. সোহেল খন্দকার (৩৫)।
মৃত খন্দকার কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা গ্রামের হান্নান খন্দকারের ছেলে।
এলাকাবাসী জানায়, স্থানীয় লোকজন মহাসড়কের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত অটোচালকের পরিবারের সাথে কথা বলে জানা যায় , সোহেল মঙ্গলবার দুপুর দুইটার দিকে খাবার খেয়ে অটোরিকশা নিয়ে বের হয়। রাত আটটার দিকে সর্বশেষ তার সঙ্গে মোবাইল ফোনে পরিবারের যোগাযোগ হয়। এরপর থেকেই মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে সকালে আশেপাশে লোকের কথা শুনে মৃত দেহ দেখতে গিয়ে সোহেল খন্দকারের মৃতদেহ শনাক্ত করে চাচা।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তিকে ঘাড় মটকিয়ে ভেঙে ফেলাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাত করে হত্যা করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে এলাকাবাসী দাবি করে,
জননিরাপত্তা বৃদ্ধিতে প্রশাসনের তৎপরতা আরো জোরালো হোক।