DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ৩রা এপ্রিল ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ৩রা এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ভোটের মাঠে বিএনপি এগিয়ে রয়েছে-মাহিন

Astha Desk
মার্চ ১৯, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

ভোটের মাঠে বিএনপি এগিয়ে রয়েছে-মাহিন

 

এম এইচ ইলিয়াছ/রায়হান সাজ্জাদঃ

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার মন্তব্য করেছেন যে বিএনপি এই মুহূর্তে ভোটের মাঠে এগিয়ে রয়েছে।

তিনি বলেন, বিএনপি সাংগঠনিকভাবে বর্তমানে বাংলাদেশের অন্যতম শক্তিশালী দল। তাদের সংগঠন, কাঠামো ও পূর্ববর্তী ইতিহাস বিবেচনা করলে বলা যায়, এই মুহূর্তে বিএনপি ভোটের মাঠে এগিয়ে রয়েছে। তবে নির্বাচনের ফল নির্ধারণ করা কঠিন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার মন্তব্য করেছেন যে বিএনপি এই মুহূর্তে ভোটের মাঠে এগিয়ে রয়েছে।

তিনি বলেন, “বিএনপি সাংগঠনিকভাবে বর্তমানে বাংলাদেশের অন্যতম শক্তিশালী দল। তাদের সংগঠন, কাঠামো ও পূর্ববর্তী ইতিহাস বিবেচনা করলে বলা যায়, এই মুহূর্তে বিএনপি ভোটের মাঠে এগিয়ে রয়েছে। তবে নির্বাচনের ফল নির্ধারণ করা কঠিন।

রাজনৈতিক দলের সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের ভিত্তিতে একটি পূর্বানুমান করা যায়, কিন্তু ভোটের বাস্তবতা অনেক সময় ভিন্ন হতে পারে।

তিনি আরও বলেন, “জনাব তারেক রহমান দাবি করেছেন যে তিনি ও বিএনপি নিয়মিতভাবে মিডিয়ার ট্রায়ালের শিকার হচ্ছেন। আমরা এনসিপির দৃষ্টিকোণ থেকেও দেখতে পাচ্ছি, আমাদের দলের নেতাদেরও বিভিন্ন সময়ে অন্যায়ভাবে হাইলাইট করা হচ্ছে এবং দুর্নীতির সঙ্গে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে।”

এনসিপির সমন্বয়কদের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি সুপারিশ ও চাঁদাবাজির অভিযোগ তুলছেন বলেও উল্লেখ করেন মাহিন সরকার। তিনি বলেন, “নাহিদ ইসলাম কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে সমন্বয়ক পদের আর কোনো অস্তিত্ব নেই। এই পদটি আন্দোলনের সময় প্রয়োজন ছিল, তবে এখন এর প্রয়োজন নেই।”

তিনি আরও বলেন, একটি নির্ভরযোগ্য টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে এনসিপির উপদেষ্টা ও সমন্বয়কদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বাস্তবে, এ চাকরিতে সুপারিশের প্রক্রিয়া সবসময়ই ছিল, এবং পূর্বে নাহিদ ইসলাম যখন সরকারের উপদেষ্টা ছিলেন, তখন তিনিও সুপারিশ করেছেন।

আরো পড়ুন :  বাকচান্দা ফাজিল মাদরাসার সাবেক শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

সরকারের উপদেষ্টা হয়ে তারই সেখানে সুপারিশ করার কথা। যদি এটি অপরাধ হয়, তবে শুধুমাত্র ছাত্র সমন্বয়ক বা উপদেষ্টারা নন, অন্যরা যারা সুপারিশ করেছেন তারাও সমানভাবে দোষী।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১২:০৬
  • ৪:২৯
  • ৬:১৮
  • ৭:৩৩
  • ৫:৫০