চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের সময় এসিল্যান্ডের গাড়িতে ককটেল হামলা চালিয়ে এক আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নজুমুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী নুরুসসাফার সমর্থক মহিবুল্লা ও তার সহযোগীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়।
আব্দুর রব মুনা বিশ্বাসের অস্ত্রবাজি ও চাঁদাবাজির অপকর্ম, পর্ব-১
এ সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা মহিবুল্লাকে আটক করলে তাকে ছেড়ে দেয়ার জন্য বিক্ষোভ করে নুরুসসাফার সমর্থকরা। এক পর্যায়ে এসিল্যান্ড নিলুফার ইয়াসমিনের গাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই আসামিকে ছিনিয়ে নেয় তারা। এ সময় হামলায় সহকারী কমিশনারের গাড়ির চালক শাহেদ আহত হন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।