ভোলায় বিদ্যানন্দ ফাউন্ডেশন ও কোস্টগার্ড –“কর্মহীন , অসহায় , দরিদ্র, মেহনতী” মানুষের পাশে
- আপডেট সময় : ০৮:৪৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
- / ১০৫১ বার পড়া হয়েছে
লিখন দে সুদীপ্ত : জেলা প্রতিনিধি, ভোলা:
ভোলা সদর উপজেলায় করোনাভাইরাস পরিস্থিতিতে দরিদ্র ,শ্রমিক , কর্মহীন , মেহনতী মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন সামাজিক সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং দক্ষিণ জোনের কোস্টগার্ড।।
সামান্য ক্ষুধা নিবারণের চেষ্টায় বিদ্যানন্দ ফাউন্ডেশন মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রকাশ করেছেন।।
গত শনিবার পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে কালকে খেটে খাওয়া মানুষদের জন্য সদর উপজেলা ইলিশা ইউনিয়নের গাজীপুর বিদ্যালয় মাঠে , ৪০০ টি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেন ।।
এছাড়া আজ রবিবার ২’রা মে কোস্টগার্ডের ভূমিকায় জেলাসদর , তজুমুদ্দিন , লালমোহন , চরফ্যাশন ও মনপুরা থানা ৮০০ পরিবারের মাঝে এ ধরনের সহায়তা প্রদান করেছেন — বলে দৈনিক আস্থা জেলা প্রতিনিধিকে জানান কোস্টগার্ড সদস্য ।
[irp]
তারা আরও জানান তারা নিজেরাই খুঁজে টোকেন প্রদান করে অসহায়দের খাদ্য বিতরণ করেন ।।
একসময় কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসানকে উক্ত সমাজসেবা মূলক কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন—” আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সহায়তায় খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছাতে সক্ষম হয়েছি “।
এর আগেও জেলার বিভিন্ন এলাকায় উভয়ের সার্বিক তত্ত্বাবধান ও আর্থিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়িয়েছেন বলে জানা যায় ।।
পরিশেষে —
“মানুষ মানুষের জন্য” এভাবেই মেহনতী মানুষের পাশে দাঁড়াতে চান দক্ষিণ জোনের কোস্টগার্ড ও বিখ্যাত সংগঠন, সামাজিক সংগঠন , প্রাণের সংগঠন , “বিদ্যানন্দ ফাউন্ডে
















