ভোলা করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা প্রদান
- আপডেট সময় : ০৭:১৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
- / ১০৫২ বার পড়া হয়েছে
সজল চন্দ্র শীল, বিশেষ প্রতিনিধি বোরহানউদ্দিন, ভোলা: আজ ১/০৫/২০২১ তারিখ রোজ শনিবার উপজেলা প্রশাসন ( বোরহানউদ্দিন) এর উদ্যোগে বোরহানউদ্দিন উপজেলা করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
উক্ত ত্রাণ সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন মোঃসাইফুর রহমান ( উপজেলা নির্বাহী অফিসার বোরহানউদ্দিন, ভোলা) মো রফিকুল ইসলাম ( মেয়র বোরহানউদ্দিন পৌরসভা) মোঃরাসেল ( ভাইস চেয়ারম্যান বোরহানউদ্দিন উপজেলা)।
[irp]
ত্রাণ প্রদানের সময় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে, ত্রাণ নিতে আসা সকলে সামাজিক দুরত্ব বজায় রেখেছে, সাথে মাক্সও পরিধান করে। তিনি বলেন মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে, আমাদের সকলকে সচেতন হতে হবে। সামাজিক দুরত্ব মেনে চলতে হবে, অতিপ্রয়োজন ছারা ঘরের বাইরে যাতে বের না হই।
যদিও বের হই অবশ্য মাক্স পরিধান করে বাইরে বের হতে। তিনি বলেন করোনায় ক্ষতিগ্রস্ত সকলকে সরকার অবশ্য আরো ত্রাণ সহায়তা প্রদান করবে। এছাড়াও বোরহানউদ্দিন পৌর মেয়র বলে ; মহামারি করোনা ভাইরাস রোধে সরকার কাজ চালিয়ে যাচ্ছে এবং তা চলমান রবে। করোনা ভাইরাস সংক্রমণের হার কমাতে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
এছারাও করোনা ভাইরাস সংক্রমণ রোধে করনীয় সম্পর্কে সচেতন করেন উপজেলা ভাইস চেয়ারম্যানও। ত্রাণ বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র ও ভাইস চেয়ারম্যান ছারাও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার রাজনৈতিক ও সামজিক নেতৃত্ববৃন্দ সকলেই সাধারণ মানুষকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে জোরদার ভাবে সচেতন করেন।
















