শিরোনাম:
ভোলা দৌলতখান রোডে ১৬ বছরের শিশুর গলা কাটল ছিনতাইকারী
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১০:৫১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ১০৪৯ বার পড়া হয়েছে
রিপোর্টঃ সজল চন্দ্র শীল, বিশেষ প্রতিনিধি :ছেলেটির নাম শান্ত। বয়স এখনো ১৬ হয়নি প্রয়োজনের তাগিদে রিক্সা চালিয়ে সংসার চালায় সে।
প্রতিদিনের মতো শুক্রবার রাত ৮ টায় রিক্সা চালিয়ে বাংলাবাজার থেকে দৌলতখান যাওয়ার সময় ছিনতাইকারীরা তার গলা কেটে ফেলে।
[irp]
ঘটনাটি ঘটে হালিমা খাতুন কলেজের কাছে। মুমূর্ষু অবস্থায় ছেলেটিকে নিয়ে যাওয়া হয় ভোলা হসপিটালের। এখন প্রজন্ত শেষ খবর এতটুকু পাওয়া গেছে।
ছেলেটি সৈয়দপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা রফিক মিয়ার ছেলে। কে বা কারা ছেলেটির গলা কেটেছে তা এখনে জানা যায়নি ।
তবে রমজান মাসে যারা এমন জঘন্য কাজ করেছে। তাদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি করেছেন শান্তর পরিবার।
















