মধ্যনগরে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আমলিতলা গ্রামে গলায় ফাঁস দিয়ে ইসমাইল (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ সোমবার (২৯ মে) ভোরে এ ঘটনা ঘটে। তার নাম ইসমাইল হোসেন। সে মৃত শাজাহান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,পারিবারিক কলহের জেরে পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা করছে।
মধ্যনগর থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।