মসজিদের মুষ্ঠির চাল তোলা নিয়ে সংঘর্ষে একজন নিহত,আটক ২
শেখ মো: আতিকুর রহমান আতিক, মফস্বল ডেস্ক থেকে :
গাইবান্ধার সুন্দরগঞ্জে মুষ্ঠির চাল তোলা নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শান্তিরাম কালিতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে উপজেলার শান্তিরাম কালিতলা গ্রামে আইয়ুব আলী ও বাবলু মিয়া নামে দুই ব্যক্তি গ্রামে মসজিদের মুষ্ঠির চাল সংগ্রহের জন্য যায়।
সেখানে একই গ্রামের ইউনুস আলীর সাথে চাল সংগ্রহ নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। এ সময় ইউনুস আলীর দুই ছেলে শাহিন ও মাসুদ লাঠিসোঠা নিয়ে এসে বাবলু মিয়াকে বেধড়ক মারপিট করতে থাকে।
এ অবস্থা দেখে আশেপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় বাবলু মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মুত্যু হয়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহিল জামান দৈনিক আস্থাকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় শাহিন ও মাসুমকে জিজ্ঞাসা বাদের জন্য থানায় আনা হয়েছে এবং নিহত বাবলু মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।