DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মসজিদ মাদ্রাসার উন্নয়নে ঈমাম-মুয়াজ্জিনদের রাস্তায় দাঁড়াতে হবে না-মতিন

Ellias Hossain
মে ৬, ২০২৩ ৪:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

মসজিদ মাদ্রাসার উন্নয়নে ঈমাম-মুয়াজ্জিনদের রাস্তায় দাঁড়াতে হবে না-মতিন

 

আব্দুর রহমান ঈশান/নেত্রকোণা প্রতিনিধিঃ

 

কওমি মাদ্রাসা শিক্ষার স্বীকৃতি প্রদান ও মাদ্রাসা শিক্ষার প্রসারে আওয়ামী লীগ সরকারের অসামান্য অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বলেন, আমি এমপি হতে পারলে কোন দিন মসজিদ-মাদ্রাসার উন্নয়নের জন্য কোনো মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষক/ছাত্রদের রাস্তায় দাঁড়াতে হবে না।

 

আজ শুক্রবার (৫মে) জুম্মার নামাজ আদায় শেষে কেন্দুয়া পৌরসভার সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন, নেত্রকোণা ৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মতিন।

 

এসময় তিনি আওয়ামী লীগ সরকারের সময়কার নানা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে উপস্থিত ইমাম ও মুয়াজ্জিন  সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে কথা বলার আহবান জানান।

 

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক-যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমূখ।

 

পরে আবদুল মতিন উপস্থিত ব্যাক্তিদের মাঝে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের তথ্য সম্বলিত হ্যান্ডবিল বিতরণ করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬