মহালছড়ি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জসিম আটক
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহালছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিনকে (৫০) আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেমৃবর) রাতে তাঁকে আটক করা হয়।
মহালছড়ি থানার ওসি মোঃ রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আটক ব্যক্তিকে বিধি মোতাবেক আইনি প্রক্রিয়া শেষে খাগড়াছড়ি আদালতে সোপর্দ করা হয়েছে। জসিম উদ্দীনের বিরুদ্ধে গত ৪ আগস্ট ছাত্র-জনতা ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার বাসভবনে হামলা ও অগ্নিসংযোগসহ একাধিক মামলায় পলাতক ছিলেন।
ওসি রফিকুল ইসলাম আরও বলেন, জসিম উদ্দিনের বিরুদ্ধে গত ৩ সেপ্টেম্বর মহালছড়ি থানায় একটি মামলা করা হয়। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। বিভিন্নভাবে তথ্য সংগ্রহের পর গতকাল মঙ্গলবার রাঁত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম র্যাব ৭-এর সহযোগিতায় মহালছড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানার মোড় থেকে তাঁকে আটক করে।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা অন্যতম সহযোগী জসিম উদ্দীনের বিরুদ্ধে অন্তত ২০টি মামলা রয়েছে।