মোঃ মশিয়ার রহমান টিংকু/মহেশপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক আয়োজিত ভর্তুকি মূল্যে যন্ত্রপাতি বিতরণ ও খরিপ-১ / ২০২২-২৩ মৌসুমে আউশ উফশি ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচী আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলীর সভাপতিত্বে
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনাসহ উপজেলার উপকারভোগী প্রান্তিক কৃষকরা।
পরে কৃষকদের মাঝে সার, বীজ ও ধান কাটার হারভেস্টার মেশিন তুলে দেন এমপি চঞ্চল।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।