শিরোনাম:  
                            
                            মাকে হারিয়ে পাশ করলো সুমাইয়া
 
								
							
                                
                              							Doinik Astha							
								
                                
                                - আপডেট সময় : ০৭:৪০:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
- / ১০৩৫ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার পানছড়ির সুমাইয়া আক্তারের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল ১৭ সেপ্টেম্বর। কেন্দ্রে যাওয়ার প্রাথমিক প্রস্তুতি নিচ্ছিল। সকাল ৯টার দিকে খবর আসে সুমাইয়ার মা আর নেই। খবর শুনে অচেতন হয়ে পড়ে সুমাইয়া। নেওয়া হয় খাগড়াছড়ির পানছড়ি উপজেলা হাসপাতালে। এই খবরে হাসপাতালে নিজ গাড়ি নিয়ে যান পানছড়ি থানার ওসি আনচারুল করিম। জরুরি চিকিৎসা সেবার পর চেতনা ফিরে সুমাইয়ার। পাশে থেকে নানান সান্ত্বনার বাণী শুনিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য মনে সাহস জোগান এবং নিজেই চালকের আসনে বসে সুমাইয়াকে নিয়ে পানছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিয়ে যান ওসি। অবশেষে গতকাল সোমবার (২৮নভেম্বর) এসএসসির ফল প্রকাশে জানাযায় সুমাইয়া পাস করেছে। তার প্রাপ্ত ফল জিপিএ ৪.০৬। এ খবরে খুশি সুমাইয়া। পানছড়ি থানার ওসিকে তার এই ফলাফল উৎসর্গ করেছে উল্লেখ করে সুমাইয়ার বলেন, মা বেঁচে থাকলে তার ফলাফলে সবচেয়ে বেশি খুশি হতেন বলে কেঁদে ফেলেন। সুমাইয়ার বাবা রফিকুল ইসলাম মেয়ের এই ফলাফলে ওসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
																			










