মাছ ধরতে গিয়ে দুর্গাপুরে শিক্ষকের মৃত্যু
মোঃ সোরহাব/নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার দুর্গাপুরের সদর ইউনিয়নের বারমারি লক্ষিপুর গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎয়ায়িত হয়ে মুস্তাফিজুর রহমান (৩২) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত মুস্তাফিজুর সদর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। তিনি মাদ্রাসার শিক্ষক ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে ডোবায় মাছ ধরার জন্য নামেন। এ সময় ডোবার পানি সেচার জন্য একটি মোটর বসান। পরে এই মোটরের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে গেলে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, মোটরে সংযোগ দিতে গিয়ে মোস্তাফিজুর বিদ্যুতায়িত হয়ে মারা গেছে, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।