DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই এপ্রিল ২০২৫
ঢাকাশুক্রবার ১৮ই এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মাটিরাঙ্গার স্বাস্থ্য কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Astha Desk
আগস্ট ২০, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

মাটিরাঙ্গার স্বাস্থ্য কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

 

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খায়রুল আলমের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে এবং তার প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। একই সাথে হাসপাতালেটিকে ৫০ শয্যায় উন্নিত করার দাবি জানানো হয়েছে।

আজ রোববার (২০ আগষ্ট) সকালের দিকে সর্ববস্তরের জনগণের অংশগ্রহণে মাটিরাঙ্গা মুক্তিযোদ্ধা চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি মোঃ রবিউল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মাটিরাঙ্গা পৌর আহ্বায়ক ওসমান চিশতী প্রমুখ।

ডাক্তার খায়রুল আলমের বিরুদ্ধে গত ১যুগ ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাকে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা ব‌লেন, পরিবেশের ভারসাম্য ও সৌন্দর্য রক্ষায় হাসপাতাল চত্বরে রোপিত কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ২১ টি দেবদারু গাছ কাটাসহ দীর্ঘ একযুগ ধরে দায়িত্বে থাকা ডাক্তার খায়রুল আলম বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি ক‌রে হাসপাতাল‌টি‌কে কুক্ষিগত করে রেখেছেন। তার এহেন অনিয়মে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলাবাসী। অসৌজন্যমূলক আচর‌ণের কার‌ণে ডাক্তার, স্টাফ, নার্স কেউ এখা‌নে টিকে থাক‌তে পারে না।

বক্তারা আরো বলেন, সম্প্রতি মাটিরাঙ্গা উপজেলাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হয়েছে। অথচ হাসপাতালটি ডেঙ্গু উৎপাদনের কারখানা হিসেবে বিবেচিত হয়েছে। ময়লা আবর্জনার এক নোংরা পরিবেশের সৃষ্টি হয়েছে হাসপাতালটি, হাসপাতালের আসা রোগীদের ওয়ার্ড গুলো দুর্গন্ধে ভরা। বর্হিবিভাগ ও রোগীদের ব্যাবহ্রত শৌচাগার অনেক আগেই ব্যবহারের অনুপযোগি হয়ে গে‌ছে।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার খায়রুল আলমের সাথে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

মানববন্ধন শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭