মাটিরাঙ্গায় অবৈধ ভারতীয় ঔষধসহ আটক-২
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার ১ নং ওয়ার্ডস্থ গাজীনগর জামে মসজিদ সংলগ্ন জনৈক নুরুল ইসলামের পানের দোকানের সামনে গোমতী থেকে মাটিরাঙ্গা বাজারগামী রাস্তায় অবৈধভাবে ভারতীয় তৈরী ঔষধসহ ২ জনকে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশ।
আজ রবিবার (২২ জানুয়ারি) মধ্যরাতে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার একটি অভিধানিক দল ঘটনাস্থল থেকে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে, অবৈধভাবে ভারতীয় তৈরী ঔষধ (চোরাচালান পন্য) নিজ নিজ হেফাজতে রাখার দায়ে আসামী সুজন ত্রিপুরা (২৪), পিতা- তপন ত্রিপুরা, মাতা- উচ্ছ রানী ত্রিপুরা, সাং- মাষ্টারপাড়া, ৮ নং ওয়ার্ড, ২ নং তবলছড়ি ইউপি, উশাপ্রু মগ(২৪), পিতা- ছাথাউ কারবারি, মাতা- আহ্লা মারমা, সাং-ভূইয়াপাড়া, ০৮নং ওয়ার্ড, মাটিরাঙ্গা পৌরসভা, উভয় থানা-মাটিরাঙ্গা, খাগড়াছড়িদেরকে আটক করে।
ঘটনাস্থল থেকে মোট ২১০ বক্স,০৯ প্যাকেট সর্বমোট দুই লক্ষাধিক টাকার ভারতীয় বিভিন্ন ধরনের ঔষধসহ চোরাকারবারীদের একটি ব্যবহৃত মোবাইল এবং একটি ব্যবহৃত পুরাতন কালো রংয়ের প্লাটিনা ১০০ সিসি মোটর সাইকেল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় আসামীদেরকে আটক পূর্বক নিয়মিত মামলা রুজু করত বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।