মাটিরাঙ্গায় বাঁশরী ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট/২৪ ফাইনাল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / ১৩৮৪ বার পড়া হয়েছে
মাটিরাঙ্গায় বাঁশরী ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট/২৪ ফাইনাল অনুষ্ঠিত
মোফাজ্জল হোসেন ইলিয়াঃ
মাটিরাঙ্গায় বাঁশরী ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারী/২৫) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা ফুটবল এ্যাসোসিয়েশনের আয়োজনে বাঁশরী ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সাবির্ক সহযোগিতায় অনুষ্ঠিত বাঁশরী ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জনাব ওয়াদুদ ভূইয়া ও জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মাটিরাঙ্গার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।










