মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের আর্থিক অনুদান বিতরণ
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় মেধাবী, গরীব, অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেছে সমাজসেবা অধিদপ্তর।আজ সোমবার (২অক্টোবর) সকালের দিকে এ অনুদান বিতরণ করা হয়।
জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চত্রুবর্তীর সভাপতিত্বে বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
এসময় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের ১শ জন, তবলছড়ি গ্রীণহিল কলেজ ৬৫জন, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসা ১০জন, তবলছড়ি ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসা ১৫জন শিক্ষার্থীর মাঝে এসব আর্থিক অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলার ২টি কলেজ ২টি আলিম/ফাযিল মাদরাসার একাদশ, দ্বাদশ ও স্নাতক পর্যায়ের ১শ ৯০ জন মেধাবী, গরীব, অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে (জনপ্রতি ২ হাজার টাকা করে) বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে ১১ লাখ ২০ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।
এছাড়াও মাটিরাঙ্গা উপজেলার পল্লী সমাজসেবা কার্যক্রম (ক্ষুদ্রঋণ) এর আওতায় ১৩ জনের মাঝে ক্ষুদ্রঋণের ৬ লাখ ২৫ টাকার চেক বিতরণ করা হয়।