DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মাদক সেবন-বিক্রির অভিযোগে গ্রেফতার ৮৫

News Editor
সেপ্টেম্বর ২৮, ২০২০ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৮৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ঢাকার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে দুই হাজার ৯৩০ পিস ইয়াবা বড়ি, ৩৬ দশমিক ৫ গ্রাম হেরোইন, ৩৬ কেজি ২৮৫ গ্রাম গাঁজা, ১০০ বোতল ফেনসিডিল ও সোয়া ১২ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন এ তথ্য জানান। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]