স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সবুজ বলেন, ‘সেদিন যারা হামলা করেছিল তারাই আবার বাদী হয়ে আমার কর্মীদের নামে মামলা করেছে।’
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোহেল রানা মিঠু, ‘প্রশাসনকে আমি আহ্বান জানাচ্ছি, নির্বাচনে যেন সুষ্ঠু পরিবেশ বজায়ে থাকে সেটা নিশ্চিত করুন।’
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এস এম হানিফ বলেন, ‘এ ধরনের সহিংস ঘটনা যেন এই এলাকায় আর না ঘটে সেজন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। নিবার্চন যেন ভালো পরিবেশে হয় সেটা নিশ্চিতের জন্য প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নেয়ারও আহ্বান করছি।’
ভোটাররা বলছেন, নির্বাচনে তারা ভালো পরিবেশ চান। নির্বাচনে যাতে কোনো সমস্যা তৈরি না হয় সেটা নিশ্চিত করার কথাও বলেন তারা।
নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে বলে দাবি করে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন মৃধা বলেন, ‘সরকারের নির্দেশ মোতাবেক আমরা কাজ করছি। যাতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা য়ায়। পরিবেশ এখন মোটামুটি ভালো আছে।’

















