মাদারীপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
মাদারীপুরের কালকিনির পৌরসভার ১ নং ওয়ার্ডের পাঙ্গাশিয়া এলাকায় সাপের কামড়ে লামিয়া (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে লোকমান হাওলাদারের মেয়ে। তার স্বামী বেল্লাল হোসেন সৌদি প্রবাসী।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, ৩ বছর আগে লামীয়ার সঙ্গে সৌদি প্রবাসী মোঃ বেল্লালের বিয়ে হয়। স্বামী প্রবাসে থাকায় লামিয়া তার ১৬ মাসের ছেলেকে নিয়ে বাবার বাড়ি কালকিনি পৌরসভার পাঙ্গাশীয়া এলাকায় থাকতেন।
লামিয়ার বাবা লোকমান হাওলাদার বলেন, বুধবার রাত ১০টার দিকে লামিয়া ঘর থেকে বাইরে বের হলে তার পায়ে কিছু একটা কামড় দেয়। পরে লাইট দিয়ে পায়ের কাছে একটি ব্যাঙ দেখতে পায়। তাই বিষয়টা গুরুত্ব না দিয়ে সে ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। এর ঘণ্টা খানিক পরে শরীরে ব্যথা অনুভব করলে লামিয়া তার বাবাকে ডাকেন। পরে তারা লামিয়াকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই বৃহস্পতিবার সকাল পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
কালকিনি থানা পুলিশের ওসি মোঃ নাজমুল হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।