গাজীপুরের কাশিমপুরে স্কুলঘরে আটকে মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার শান্ত ও শাকিলের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের আদালতে পুলিশ সাতদিনের রিমান্ড আবেদন করলে দুইদিন মঞ্জুর করা হয়। মেট্রোপলিটন কোর্টের এসি শুভাষিশ ধর এ তথ্য জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে নওগাঁয় অভিযান চালিয়ে অভিযুক্ত শান্ত ও শাকিলকে গ্রেফতার করে জিএমপি পুলিশ।
এগারোসিন্দুর ট্রেনে ওঠতে গিয়ে কাটা পড়ে মৃত্যু, আর গান গাইবে না আনতারা!
গত বুধবার বান্ধবীদের সঙ্গে বৃষ্টিতে ভিজে বাসায় ফেরার পথে মাদ্রাসাছাত্রীকে তেতুইবাড়ি এলাকার একটি স্কুলঘরে আটকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে ওই দুই যুবকের বিরুদ্ধে। পরের দিন নির্যাতনের শিকার ছাত্রীর মা বাদী হয়ে তাদের নাম উল্লেখ করে কাশিমপুর থানায় মামলা দায়ের করেন।