ময়মনসিংহ প্রতিনিধি : ধর্মমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা বানোয়াট, কুরুচিপূর্ণ ও মানহানীকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ। সোমবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
লিখিত বক্তব্যে হাসান মাহমুদ বলেন, জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ সমাজে আমার পিতা ও আমাদেরকে হেয় প্রতিপন্ন করার চক্রান্ত করে প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ হেড কোয়ার্টার, দূর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন স্থানে মিথ্যা, কাল্পনিক ও মানহানিকর অভিযোগ দায়ের করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে লিপ্ত হয়েছে। কিছু নিবন্ধনহীন অনলাইন পোর্টাল ও ফ্যাইক ফেইসবুক আইডির মাধ্যমে এসব অপপ্রচার চালানো হযেছে যার কোন অস্তিত্বই নেই। হাসান মাহমুদ বলেন, ১৯৯৬ সালে আমার পিতা সংসদ সদস্য নির্বাচিত হয়ে ত্রিশালের যে উন্নয়ন কর্মকান্ড করেছিলেন তা ত্রিশালের জনগণসহ সর্বমহলে স্বীকৃত।
ফ্রান্সে বিশ্বনবী (স) কে অবমাননার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
২০১৮ সালের নির্বাচনে তিনি আবারও দলের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গত ২২ মাসে ত্রিশালে উন্নয়নের জোয়ার বইতে শুরু করেছে। ত্রিশালের সর্বস্তরের মানুষ তাকে উন্নয়নের রূপকার হিসাবে শ্রদ্ধা করেন। আমি বাবার রাজনীতির সুবাধে ২০০১ সাল থেকে রাজনৈতিক সকল কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছি। কয়েক দিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আমার নাম করে একটি অডিও ক্লিপ প্রচারিত হয়, যাহা আমার বোধগম্য নয়। রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে ও আমার পরিবারকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার চক্রান্তে লিপ্ত রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সারাদেশে যে সকল দৃশ্যমান উন্নয়ন কর্মকান্ড করছেন তারই ধারাবাহিকতায় সাংসদ রুহুল আমীন মাদানীর নেতৃত্বে ত্রিশালে সর্বক্ষেত্রেই উন্নয়নের জোয়ার বইছে সে উন্নয়ন কার্যক্রমকে অপপ্রচারের উদ্দেশ্যে দল ও সরকারের ভাবমূতি ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান, আবুল কালাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শোভা মিয়া আকন্দ, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক মোকছেদুল আমীন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমূখ।