মানিকগঞ্জে মাদকসহ আটক-৫
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫ মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার (১০ জুলাই) মধ্যরাতে সদর উপজেলার পশ্চিম দাশড়া ও মত্ত এলাকায় অভিযান চালিয়ে পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা (ডিবি) তাদের আটক করে।
আটকরা হলেন, সদর উপজেলার বড় সুরুন্ডী এলাকার বাবুল হোসেনের ছেলে আবুল হোসেন (৩৩), একই উপজেলার পশ্চিম দাশড়া এলাকার সেলিম মিয়ার রিদুল হোসেন (২৫), ছেলে মত্ত এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মোহাম্মদ ওয়াসিম (৩৪), চরমত্ত এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে মুন্নাফ বেপারী (৪৪) এবং পশ্চিম দাশড়া এলাকার সেলিম মিয়ার ছেলে বিপুল মিয়া (৩৩)।
ডিবি জানায়, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৬১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ২৬ লাখ ১০ হাজার টাকা।
জেলার পুলিশ পরিদর্শক (ডিবি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আটকদের বিরুদ্ধে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে আদালতে আগে থেকেই ২১টি মাদক মামলা বিচারাধীন।