DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মানিকছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

Astha Desk
জুলাই ১১, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

মানিকছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের মানিকছড়ি উপজেলা শাখার ১৯তম ও গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজ শাখার ৫ম দ্বি-বার্ষিক কাউন্সিল ও আলোচনা সভা/২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার গাড়ীটানা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এ আলোচনা সভা ও ৫ম দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

উপজেলা ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি প্রেম চন্দ্র ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি কুমার সুইচিংপ্রু সাইন।

এতে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা পদকপ্রাপ্ত লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা, গেস্ট অব অনার ছিলেন জেলা পরিষদ সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী।

অনুষ্ঠানের উদ্বোধক করেন ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা।

ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের উপজেলা সহ-সভাপতি শিমুল ত্রিপুরা ও ছাত্রী বিষয়ক সম্পাদক সীমা ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আলমাছ, ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সরকার, ত্রিপুরা কল্যান সংসদ মানিকছড়ি আঞ্চলিক শাখার সভাপতি শিমন ত্রিপুরা, সাধারণ সম্পাদক রবিন্দ্র ত্রিপুরা, উপজেলা ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক সত্যেন ত্রিপুরা, কলেজ শাখার সভাপতি বিপুল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক শ্যামন্ত ত্রিপুরা।

আলোচনা সভা শেষে প্রেম চন্দ্র ত্রিপুরাকে পুনরায় সভাপতি, রনি স্টিভেন ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও সীমা ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম মানিকছড়ি উপজেলা কমিটি ঘোষনা করা হয়।

এসময় বক্তারা বলেন, ত্রিপুরা সম্প্রদায়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম’ পাহাড়ের শিক্ষার প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পিছিয়ে পড়া ত্রিপুরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও কাজ করছে সংগঠনটি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]