শিরোনাম:
মানিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
Astha DESK
- আপডেট সময় : ০৩:০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৪২ বার পড়া হয়েছে
মানিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা পুকুরের পানিতে ডুবে মোঃ কাশেম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। সে বাটনাতলীর নামারপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মান্নান এর ছেলে ও বাটনাতলী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
হাসপাতাল ও পরিবার সুত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে শিশু কাশেম খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরবর্তীতে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে মানিকছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মানিকছড়ি থানা ওসি (তদন্ত) মোঃ আজগর হোসেন বলেন, ‘শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।


























