DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মানিকছড়িতে সরকার পরিবারের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

News Editor
এপ্রিল ১২, ২০২১ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মানিকছড়িতে সরকার পরিবারের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশব্যাপি লকডাউন চলছে। ফলে কর্মহীন হয়ে পড়েছে গ্রামের অসহায়, হত- দরিদ্র মানুষ।

মানিকছড়ি উপজেলার তৃণমূলে কর্মহীন অসহায় পরিবারে অভাব-অনটনের দৃশ্যে বিবেকে নাড়া পড়েছে সরকার পরিবারের। ফলে সোমবার (১২ এপ্রিল) বিকেলে যোগ্যাছোলা তাদের নিজ এলাকায় উপহার সামগ্রী বিতরণী কার্যক্রম শুরু করেছেন।

উপজেলার যোগ্যাছোলা ইউপি’র আছারতলী, দশবিল ও যোগ্যাছোলায় পৃথক পৃথকভাবে উক্ত উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশগ্রহন করেন ত্রাণদাতা উপজেলার প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব মো. আবদুল হামিদ ও তাঁর মেঝ ছেলে আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।

এ সময় মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সাবেক ইউপি সদস্য আবদুল মান্নান উপস্থিত ছিলেন। উপহার সামগ্রী বিতরনকালে আলহাজ্ব মো. আবদুল হামিদ জানান, গত বছর করোনাকালীন সময়েও এলাকার হত- দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে উপহার সামগ্রী বিতরণ করেছি।

এবারও উপজেলার সহস্রাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। তিনি আরো জানান তার বড় ছেলে আলহাজ্ব মো. সোহেল রানা ওরপে মানিক এর অর্থায়ণে এই কার্যক্রম চলছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০