DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১০ই এপ্রিল ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ১০ই এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের সংখ্যা ৭০ লাখ ছাড়াল

News Editor
সেপ্টেম্বর ২১, ২০২০ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে ৭০ লাখের বেশি মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেন। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত দেশটিতে ৭০ লাখ ৪ হাজার ৭৬৮ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

বিভিন্ন সংস্থার করা তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মারা গেছেন ২ লাখ ৪ হাজার ১১৮ জন। সুস্থ ৪২ লাখ ৫০ হাজার ১৪০ জন।

সেই ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়া রোগটিতে গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লাখ ২৮ হাজার ৫৫৬ জনে। সুস্থ হয়েছেন ২ কোটি ২৮ লাখ ২১ হাজার ৪১৭ জন। বিপরীতে মারা গেছেন ৯ লাখ ৬৫ হাজার ৩৭ জন।

করোনা জয় করলেন ১০৬ বছরের বৃদ্ধা

দ্বিতীয় স্থানে থাকা ভারতে মোট ৫৪ লাখ ৮৫ হাজার ৬১২ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৩ লাখ ৯২ হাজার ৬৫০ জন। মারা গেছেন ৮৭ হাজার ৯০৯ জন।

ব্রাজিলে ১ লাখ ৩৬ হাজার ৮৯৫ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪৫ লাখ ৪৪ হাজার ৬২৯ জন।

করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ১১ লাখ ৩ হাজার ৩৯৯ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৯ হাজার ৪১৮ জন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০৩
  • ৪:৩০
  • ৬:২২
  • ৭:৩৭
  • ৫:৪১