মার্চের ১৭ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৪শ ৫৬ কোটি টাকা
জিয়া হাসান আকাশ/ঢাকা দক্ষিন প্রতিনিধিঃ
প্রবাসী আয়ে গতি ফিরছে দিনে আসছে প্রায় ৭৩৩ কোটি টাকা। মার্চ মাসের ১৭ দিনে এলো ১২ হাজার ৪শ ৫৬ কোটি টাকা। প্রতিদিন প্রায় ৭শ ৩৩ কোটি টাকা। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেকর্ড হবে ২২ হাজার ৭১৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ চিত্র উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি মার্চ মাসের প্রথম ১৭ দিনে প্রবাসী আয় এসেছে ১২ হাজার ৪শ ৫৬ কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১হাজার ৫শ ৯৫ কোটি টাকার বেশি। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২শ ৭০ কোটি টাকার প্রবাসী আয় এসেছে।
বে-সরকারি ব্যাংকের মাধ্যমে ১০ হাজার ৫শ ৫১ কোটি টাকা এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩.৭৪ মিলিয়ন ডলারের প্রবাসী। তবে আশা করা হচ্ছে সামনে দুটি বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা আছে, এ কারণে আগামীতে রেমিট্যান্স আরও বাড়বে।