DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মিথ্যা প্রমাণিত হলো প্রতিদিনের কাগজের সম্পাদকের নামে দাখিল করা অভিযোগ

Astha Desk
জুলাই ১১, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

মিথ্যা প্রমাণিত হলো প্রতিদিনের কাগজের সম্পাদকের নামে দাখিল করা অভিযোগ

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

মিথ্যা প্রমাণিত হলো জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক ও প্রকাশকসহ শতাধিক সাংবাদিকে নামে দাখিল করা মিথ্যা অভিযোগ।

পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোঃ খাইরুল আলম রফিক তিনি তার ফেরিফাই ফেইজ বুকে এক পোষ্টে লিখেন, ৫ আগস্টের পর একটি চক্র বিভিন্ন দপ্তরে আমাকে ও আমার পত্রিকার কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে প্রায় শতাধিক অভিযোগ নামে-বেনামে দাখিল করেছিলেন। সকল অভিযোগ প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন সংস্থা তদন্ত করেন।

যার মাঝে ফরিদপুরের ভাঙ্গার বাসিন্দা মোঃ শহিদুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি গত দুইমাসেও মন্ত্রণালয়ে আমার বিরুদ্ধে প্রায় ২১টি অভিযোগ দায়ের করেছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে মিথ্যাচার করা হয়।

এছাড়াও আমার সম্পাদিত জনপ্রিয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকাটির সুনাম নষ্ট করার জন্য ডিএফপিতে একাধিকবার সাজানো অভিযোগ দায়ের করেছিলেন শহিদুল ইসলাম ওরফে শহিদ।

পোষ্টে সম্পাদক আরও লিখেন, অভিযোগকারী এবিষয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে কোনো সাক্ষ্য প্রমাণ ও আনিত অভিযোগের কোনো কাগজপত্র দাখিল করতে না পারায়, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের তদন্ত কর্মকর্তারা এবং একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট গত ২৬ মে/২০২৫ইং তারিখ মাননীয় মহাপরিচালক বরাবর একটি প্রতিবেদন দাখিল করেন।

তদন্তকালে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। এছাড়াও অভিযোগকারী ঈষাণিত মিথ্যা অভিযোগ দাখিল করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেন। সত্য সবসময়ই সত্য থাকে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]