মিথ্যা মামলা থেকে জামিন পেলেন পাংশার আহম্মদ ও সোবাহান
আবুল কালাম আজাদ, রাজবাড়ী
রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও পাংশার নির্যাতিত আওয়ামীলীগ নেতা আহম্মদ হোসেন ও সরিষা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সোবাহান মিথ্যা মামলা থেকে জামিন পেয়েছে। আহম্মদ হোসেন ও সোবাহান পাংশা উপজেলা সরিষা ইউনিয়নে মৃত আছমত মন্ডলের ছেলে।
বৃহস্পতিবার (২০মে) রাজবাড়ী জেলা জর্জ কোর্ট উক্ত দুই ভাইকে জামিন দেন।
উল্লেখ্য ঈদের দিন (গত ১৪ মে) রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা কারিগরপাড়ায় দুই পক্ষের সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় পাংশা মডেল থানায় পাল্টা-পাল্টি মামলা দায়ের করে সংঘর্ষে জড়িত দুই পক্ষ।
দু-পক্ষের দুটি মামলার মধ্যে সরিষা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আজমল আল বাহারের দায়ের করা মামলায় আহম্মদ হোসেন ও সোবাহান হোসেন সহ তাদের লোকজন কে থানায় তুলে আনা হয়। পরে ওই ১৩ জনকে পাংশা মডেল থানা পুলিশ আদালতে পাঠান।
একই দিন বিকালে অনুষ্ঠিত হয় জামিন শুনানী। শুনানী শেষে আদালতের বিঙ্গ বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আদালতে আহম্মদ হোসেন ও সোবাহান হোসেন জামিন আবেদন করা হলে আদালতের বিচারক শুধাংশু শেখর রায় তাদের জামিন আবেদন মঞ্জুর করে।