DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২০শে এপ্রিল ২০২৫
ঢাকারবিবার ২০শে এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কা নিহত-১

Astha Desk
জুন ২, ২০২৩ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

মিরসরাইয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কা নিহত-১

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে মালবাহী ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় হেলপার নিহত হয়েছে। এ সময় আরও পাঁচ যাত্রী আহত হয়েছে। আজ শুক্রবার (২রা জুন) সকালে চট্টগ্রামের মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকার
ফেবো ফিলিং স্টেশনের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোঃ মিনহাজ উদ্দিন (২৬)। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার শীলখালী সবুজপাড়া এলাকার সৈয়দ নূরের ছেলে। তবে আহতদের নাম জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা বলেন, আজ ভোরে ফেবো ফিলিং স্টেশন এলাকায় মালবাহী একটি ট্রাকের পেছনে সৌদিয়া পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে মাঠে চলে যায়। ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে বাসচালকের হেলপার নিহত হয়। আহত যাত্রীদের স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ মাফুজের রহমান বলেন, মিনহাজ উদ্দিনের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তাঁর স্বজনেরা এলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকটি হেফাজতে নেওয়া হলেও দুর্ঘটনাকবলিত বাসটি এখনো উদ্ধার সম্ভব হয়নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩