মিয়ানমারে সেনাদের গুলিতে ২০ গ্রামবাসী নিহত
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে সেনাদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বহু মানুষ। দেশটির এইয়ারওয়াদি অঞ্চলের কিওনপিও শহরতলির হ্লাইসওয়ে গ্রামে এ ঘটনা ঘটে। খবর রয়টার্স।
শনিবার (৫ জুন) সেনাসদস্যরা আগ্নেয়াস্ত্রের খোঁজে হ্লাইসওয়ে গ্রামে তল্লাশি চালাতে গ্রামবাসী গুলতি ও তির–ধনুক নিয়ে প্রতিরোধ গড়ে তোলে।
ডেল্টা নিউজের খবরে বলা হয়, সেনাদের গুলিতে ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। সেনাসদস্যরা বাসিন্দাদের নির্যাতন শুরু করলে গুলতি দিয়ে প্রতিরোধের চেষ্টা করেন তারা।
এদিকে মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, হ্লাইসওয়ে গ্রামে তিন ‘সন্ত্রাসী’ নিহত এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এ বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি মিয়ানমারের জান্তা সরকার।
ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির সরকারকে উৎখাত করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে ধারাবাহিকভাবে বিক্ষোভ হচ্ছে। এতে দিন দিন নিহতের সংখ্যা বাড়ছে দেশটিতে।